বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ার সদর উপজেলায় ওমর আলী শেখ (৬০) নামের এক দর্জি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গতকাল রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জিয়ারখি ইউনিয়নের বেলঘরিয়া ব্রিজের পাশ থেকে ওমর আলীর লাশ উদ্ধার করা হয়। কে বা কারা তাকে ছুরকাঘাতে হত্যা করে লাশ সেখানে ফেলে যায়।
নিহত ওমর আলী ওই গ্রামের আফসার শেখের ছেলে। স্থানীয় ভাদালিয়া বাজারে তার টেইলার্সের দোকান রয়েছে।
স্থানীয়রা জানান, গতকাল রাতে বেলঘরিয়া ব্রিজের পাশে রক্তাক্ত অবস্থায় ওমর আলীকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এরপর তাকে উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান তারা। সেখানে চিকিৎসক ওমর আলীকে মৃত ঘোষণা করেন।
নিহত ওমর আলীর ছোট ভাই আবদার শেখ জানান, অন্যান্য দিনের মতো গতকাল রাতে দোকান থেকে বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, কী কারণে ওমর আলীকে হত্যা করা হয়েছে, তা উদঘাটনে কাজ করছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।