বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রায়হান প্রধান (২৮) ঝগড়া মেটাতে গিয়ে বন্ধুর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিহত রায়হান প্রধান উপজেলার কামারগাঁও গ্রামের আব্দুস সোবহান প্রধানের ছেলে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চৈতি গার্মেন্টসের সামনের একটি ক্লাবে এ ঘটনা ঘটে। রায়হান প্রধান মেঘনা গ্রুপে কর্মরত ছিলেন জানান তার চাচা জামান হোসেন প্রধান। তিনি দাবি করেন তার ভাতিজা কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহাগ রনি জানান, দুপুর দেড়টার দিকে ওই ক্লাবে বসে ছিলেন তিন বন্ধু রায়হান, মোহন ও আলাল। এ সময় মোহন ও আলালের মধ্যে টাকা পয়সা নিয়ে বিরোধ হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রুপ নেয়। এ সময় বিরোধ মিটাতে রায়হান দু’বন্ধুর মাঝখানে অবস্থান নিলে ছুরিকাঘাতে তিনি জখম হন। তিনি জানান, এসময় রায়হানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩ টায় তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল ক্যাম্প সহকারী ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাশ জানান, লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সোনাগাঁও থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।