Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র ও গুলিসহ আটক ৩

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৯, ৩:১৫ পিএম

বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় অভিযান চালিয়ে তিন যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ম্যাগাজিনসহ একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, চারটি রামদা ও একটি শাবল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। এরআগে বুধবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, চৌমুহনী পৌর এলাকার আলীপুর গ্রামের আবুল হাশেমের ছেলে অপু আহমেদ (২২), একলাশপুর এলাকার সামছুল হক মেম্বারের ছেলে রেজাউল হক রনি (২৩) ও মীরওয়ারিশপুর এলাকার সেলিম উদ্দিনের ছেলে আলা উদ্দিন (২০)।

জেলা ডিবি পুলিশের ওসি আবুল খায়ের জানান, আলীপুর এলাকায় কয়েকজন সন্ত্রাসী অস্ত্র নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ওইস্থান থেকে ম্যাগাজিনসহ একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, চারটি রামদা, একটি শাবলসহ তিন জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ