Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টানা দ্বিতীয়বারের মতো সিটি ব্যাংক জিতলো এশিয়ামানি

‘বেস্ট ব্যাংক ফর প্রিমিয়াম সার্ভিসেস’ অ্যাওয়ার্ড

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৯, ১২:০৬ এএম

সিটি ব্যাংক ২০১৮ সালের জন্য এশিয়ামানির ‘বেস্ট ব্যাংক ফর প্রিমিয়াম সার্ভিসেস ইন বাংলাদেশ’ সম্মানে ভূষিত হয়েছে। সিটি ব্যাংক প্রায়োরিটি ব্যাংকিং সার্ভিস, সিটিজেম-এর জন্য টানা দ্বিতীয়বারের মতো এই পুরস্কার পেল।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন ব্যাংকের পক্ষ থেকে হংকংয়ে এক জমকালো অনুষ্ঠানে গত ২৫ মার্চ সোমবার এই পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে এশিয়ার বিভিন্ন ব্যাংক ও পুঁজিবাজারের শীর্ষ নির্বাহীরা অংশগ্রহণ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এশিয়ামানির সংশ্লিষ্টরা সিটি ব্যাংকের কৃতিত্ব উল্লেখ করে বলেন, ‘সিটিজেম সেবার জন্য সিটি ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং ডিভিশন অন্যান্য ব্যাংকের চেয়ে অনেক অনেক এগিয়ে। এ সেবায় তাদের সাফল্য তুলনাহীন। যোগ্যতর হিসেবেই তারা টানা দ্বিতীয়বারের মতো পুরস্কার পেল সিটি ব্যাংক।’ উল্লেখ্য যে, এশিয়ামানি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যতম প্রধান অর্থনীতি বিষয়ক প্রকাশনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ