বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, সরকারের উন্নয়ন প্রকল্পসমূহকে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। জনগণকে উন্নয়নের সুবিধা ভোগের সুযোগ করে দিতে হবে। ধর্ম মন্ত্রণালয়ের প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়ন হলে জনগণ ব্যাপক সুবিধা ভোগ করতে পারবে।
গতকাল বুধবার ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০১৮-২০১৯ বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্বের বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ শেখ মো. আব্দুল্লাহ একথা বলেন। এতে ধর্ম সচিব মো. আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পের বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে নিয়মকানুন মেনে দ্রুত কাজ সম্পাদন করতে হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরো সক্রিয় এবং উদ্যোগী হয়ে কাজ করতে হবে। ধর্ম মন্ত্রণালয়ের সুনাম ক্ষুণœ হয় এমন কার্যকলাপ থেকে দূরে থাকতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।