প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আগে থেকেই ধারলা করা হচ্ছিল। সেই ধারণা বাস্তবে পরিণত করে কংগ্রেসে যোগ দিলেন বলিউড স্টার ঊর্মিলা মাতন্ডকার। গতকাল বুধবার দুপুরে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের পর কংগ্রেসের পক্ষ থেকে একটি ছবি টুইট করা হয়। ছবিতে রাহুল গান্ধীর হাত থেকে ফুলের তোড়া নিতে দেখা যায় অভিনেত্রীকে।
মিলিন্দ দেওড়া এবং সঞ্জয় নিরুপমের পাশে বসে এদিন ঊর্মিলা বলেন,‘সক্রিয় রাজনীতিতে এই আমার প্রথম পদক্ষেপ। আমি এমন পরিবার থেকে এসেছি যেখানে আমার চিন্তা ভাবনা গড়ে উঠেছে মহাত্মা গান্ধী, জওহারলাল নেহরু এবং সর্দার প্যাটেলের নীতিবোধে। আমার পরিবারের সবাই পড়াশোনার সঙ্গে যুক্ত। একমাত্র আমিই সিনেমার জগতে আসি। কিন্তু ছোট থেকেই আমি সামাজিকভাবে সচেতন।’ তিনি এও বলেন, যে সাধারণ মানুষের ভাবনা ছবির জগতের কেউ রাজনীতিতে এলে তিনি গ্ল্যামার দিয়ে মন জয় করতে চান। কিন্তু অন্তত তার ক্ষেত্রে সেই ধারণা থেকে জনগণকে দ‚রে থাকতে বললেন ঊর্মিলা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।