Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউডের চারটি ফিল্ম মুক্তি পাচ্ছে কাল

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

বলিউডে নির্মিত ‘জাংলি’, ‘নোটবুক’ ‘গন কেশ’ এবং ‘হোটেল মুম্বাই’ ফিল্ম চারটি মুক্তি পাচ্ছে আগামীকাল। জাংলি পিকচার্সের ব্যানারে মুক্তি পাচ্ছে অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্ম ‘জাংলি’। বিনীত জৈন চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন। চাক রাসেলের পরিচালনায় অভিনয় করেছেন বিদ্যুৎ জামভাল, পূজা সাভন্ত, আশা ভাট, অতুল কুলকার্নি এবং অক্ষয় ওবেরয়। সঙ্গীত পরিচালনা করেছেন সমীর উদ্দিন। সালমান খান ফিল্মস, আশ্বিন ভার্দে প্রডাকশন্স এবং সিনে ওয়ান প্রডাকশনের ব্যানারে রোমান্স ড্রামা ‘নোটবুক’ মুক্তি পাচ্ছে। প্রযোজনা করেছেন সালমা খান, আশ্বিন ভার্দে এবং মুরাদ কেতানি। নিতিন কাক্কারের পরিচালনায় অভিনয় করেছেন জহির ইকবাল, প্রনুতন বেহল এবং অন্যরা। সঙ্গীত পরিচালনা করেছেন বিশাল মিশ্র। এরোস ইন্টারন্যাশনালের ব্যানারে ‘গন কেশ’ মুক্তি পাচ্ছে। ধীরাজ ঘোষ ফিল্মটি প্রযোজনা করেছেন। কাসিম খাল্লোর পরিচালনায় অভিনয় করেছেন শ্বেতা ত্রিপাঠী, বিপিন শর্মা, দীপিকা আমিন এবং জিতেন্দ্র কুমার। সঙ্গীত পরিচালনায় কানিশ শর্মা। থান্ডার রোড পিকচার্সের ব্যানারে ক্রাইম ড্রামা ‘মুম্বাই হোটেল’ মুক্তি পাচ্ছে। প্রযোজনা করেছেন বাসিল ইওয়ানিক, গ্যারি হ্যামিল্টন এবং অ্যান্ড্রু অগিলভি। অ্যান্থনি মারাসের পরিচালনায় অভিনয় করেছেন দেব পাটেল, আমানদীপ সিং, আর্মি হ্যামার, নাজানিন বনিয়াদি, অনুপম খের এবং জেসন আইজাক্স। সঙ্গীত পরিচালনায় ভল্কার বার্টেলম্যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ