Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০০ কোটি রুপি আয়ের পথে ‘কেসরী’

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

গত বৃহস্পতিবার ‘মার্দ কো দার্দ নেহি হোতা’ এবং ‘কেসরী’ ফিল্ম দুটি মুক্তি পেয়েছে। দুটি ফিল্মই বিশেষত্বের দাবি রাখে। দুটোই সুনির্মিত এবং উপভোগ্য। প্রথম ফিল্মটি দিয়ে অভিনেত্রী ভাগ্যশ্রীর ছেলে অভিমন্যু দাসানির অভিষেক হয়েছে। কেসরীর তুলনায় আয়ে প্রচুর ও প্রশংসার অল্প পিছিয়ে আছে ফিল্মটি। পিরিয়ড ওয়ার ফিল্ম ‘কেসরী’তে অনুরাগ সিংয়ের পরিচালনায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, পরিণীতি চোপড়া, মির সারোয়ার, বংশ ভরদ্বাজ, জাসপ্রীত সিং, বিবেক সায়নি, বিক্রম কোচ্ছার এবং তোরাঞ্জ কিভন। বৃহস্পতিবার ফিল্মটির আয় ২১.০৬ কোটি রুপি। শুক্রবারের আয় ১৬.৭৫ কোটি রুপি। শনিবার এবং রবিবারের ১৮.৭৫ কোটি রুপি এবং ২১.৫১ কোটি রুপি আয়ে বর্ধিত সপ্তাহান্তে আয় ৭৮.০৭ কোটি রুপি। এই সপ্তাহেই ফিল্মটি ১০০ কোটি ক্লাবের সদস্য হবে। বাসান বালা পরিচালিত অ্যাকশন ড্রামা ‘মার্দ কো দার্দ নেহি হোতা’য় অভিনয় করেছেন অভিমন্যু দাসানি, রাধিকা মদন, গুলশান দেবাইয়া, জিমিত ত্রিবেদী এবং মহেশ মাঞ্জরেকার। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন করণ কুলকার্নি। এক ধরনের বিশেষ শারীরিক সমস্যা নিয়ে নির্মিত ফিল্মটি এরই মধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। বৃহস্পতিবার মুক্তি পেয়ে ফিল্মটি আয় করেছে ১.০৫ কোটি রুপি। বর্ধিত সপ্তাহান্তে ফিল্মটির আয় ২.৪৫ কোটি রুপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ