Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমারের রোহিঙ্গাদের উপর গণহত্যার বিষয়ে নিশ্চিত

জাতিসংঘের জেনোসাইড বিষয়ক প্রতিনিধি আদামা দিয়েং

কক্সবাজার থেকে বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৯, ৬:৫৬ পিএম

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল অব স্পেশাল এডাভাইজার অন প্রিভেনশন অব জেনোসাইড মিঃ আদামা দিয়েং কক্সবাজার এসে সরেজমিনে রোহিঙ্গাদের সাথে কথা বলে অবগত হলেন মিয়ানমারে রোহিঙ্গাদের উপর পরিচালিত গণহত্যার বিষয়ে। 

তিন দিনব্যাপী এক সফরে তিনি রোহিঙ্গা ক্যাম্পে দিয়ে রোহিঙ্গাদের সাথে কথা বলে এ বিষয়ে অবগত হয়েছেন বলে জানা গেছে। এ সময় মিয়ানমার সরকারি বাহিনী কর্তৃক সেখানে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানো হয় বলে নিশ্চিত হয়েছেন জাতিসংঘের এই দূত।

তিনদিনের সফরের শেষদিনে বুধবার ২৭ মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সাথে সাক্ষাত করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল অব স্পেশাল এডাভাইজার অন প্রিভেনশন অব জেনোসাইড মিঃ আদামা দিয়েং। সাক্ষাতকালে রোহিঙ্গা শরণার্থী ব্যবস্থাপনা, রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসন, হোস্ট কমিউনিটির উন্নয়ন বিষয়ক গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা হয় বলে জেলা প্রশাসন সুত্রে জানা গেছে।
এছাড়াও ২৫ মার্চ বাংলাদেশের জাতীয় গণহত্যা দিবসকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রদানে সার্বিক সহযোগিতার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে বিশেষভাবে অনুরোধ করা হয় বলে জেলা প্রশাসন সূত্র জানান।
আন্তর্জাতিক অঙ্গনের গণহত্যা বিষয়ক এই উর্ধ্বতন কর্মকর্তা একজন বিশ্বখ্যাত আইনজীবী। জাতিসংঘ মহসচিবের উপদেষ্টা আদামা দিয়েং গত সোমবার কক্সবাজার আসেন।

কক্সবাজারের জেলা প্রশাসকের সাথে সাক্ষাতের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সা.) মোঃ মাসুদুর রহমান মোল্লা ইউএনএইসসিআর কক্সবাজার সাব অফিসের কর্মকর্তা ইফতেখার উদ্দিন বায়েজীদ, আইএমও, ডাব্লিউএফপি, ইউএনডিপি’র কক্সবাজারস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কক্সবাজার অবস্থানকালে আদামা দিয়েং সোমবার শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম এনডিসি (অতিরিক্ত সচিব), কক্সবাজার ও শরনার্থী ক্যাম্পে কর্মরত জাতিসংঘের অফিস গুলোর কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।

গত মঙ্গলবার তিনি উখিয়ার কুতুপালং এ শরনার্থী ক্যাম্প পরিদর্শন, শরনার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর সাথে মতবিনিময় করেন।
বুধবার তিনি জেলা প্রশাসকের সাথে বৈঠক শেষে বিমানযোগে ঢাকার উদ্দ্যেশে কক্সবাজার ত্যাগ করেন।
বিশ্বস্ত একটি সুত্র জানিয়েছে, জাতিসংঘের গণহত্যা বিষয়ক প্রধান আদামা দিয়েং এর সরেজমিনে পরিদর্শন প্রতিবেদনের উপর অনেকটা নির্ভর করবে মিয়ানমারে রোহিঙ্গাদের উপর গণহত্যার বিষয়টি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ