Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরবনে হরিণের গোশত ও চামড়া উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি : | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ মার্চ রাতে কোস্ট গার্ড বাহিনী পশ্চিম জোনের বিসিজি স্টেশন হারবারিয়া এর একটি টহল দল বাগেরহাট জেলার মোংলা থানার হারবারিয়া খাল এলাকায় বন্য প্রাণি নিধন চক্রের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারী দ্রুত বনের মধ্যে পালিয়ে গেলে তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। পরবর্তীতে বনের গভীরে পরিত্যক্ত অবস্থায় ৭ কেজি হরিণের গোশত ও ২টি হরিণের মাথা এবং ২ টি হরিণের চামড়া উদ্ধার করা হয়।
জানা যায়, অবৈধভাবে সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে হরিণ শিকারিরা হরিণ শিকার করে হরিণের গোশত ও চামড়া ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য বিক্রয় করে থাকে যা সুন্দরবনের বনজ প্রাণি রক্ষায় হুমকি হিসেবে দেখা দিয়েছে। সুন্দরবন এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, চোরাচালান নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি বন্য পশু-পাখি রক্ষায় কোস্ট গার্ড বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত হরিণের গোশত, মাথা ও চামড়া নন্দবালা ফরেস্ট অফিসে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ