Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি জুনাইদ বাবুনগরীর

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

হেফাজতে ইসলাম নেতা আল্লামা জুনাইদ বাবুনগরী কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা দাবি জানিয়েছেন। তিনি বলেছেন কাদিয়ানীরা শুধু অমুসলিম নয়, তারা মুসলমানদের শত্রু। অমুসলিম হয়ে একটি মুসলিম রদশে মুসলমান পরিচয়ে কাজ করার কোন অধিকার তাদের নেই। তিনি গত সোমবার সন্ধ্যায় নরসিংদীর জামিয়া কোরআনিয়া মেরাজুল উলুম মাদ্রাসা ৫০ বছর পূর্তি উপলক্ষে এক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সভাপতির ভাষণে এ কথা বলেন। তিনি বলেন, আল্লাহর মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। কোন মুসলমান ইসলাম বিদ্বেষী কোন অমুসলিমদের পক্ষে কথা বলতে পারেন না। রাশেদ খান মেনন জাতীয় সংসদে দাঁড়িয়ে কাদিয়ানীদের পক্ষে ওকালতি করে নিজের খোদাদ্রোহীতার কথাই প্রমাণ করেছেন। কাদিয়ানীদের পক্ষে কথা বলে তিনি মুরতাদদের খাতায় নাম লিখিয়েছেন। কওমি মাদ্রাসাগুলোকে বিষবৃক্ষ আখ্যায়িত করে তিনি শুধু ইসলামী শিক্ষার বিরুদ্ধে অবস্থান নেননি, তিনি মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এদেশের কোটি কোটি মুসলমান রাশেদ খান মেননকে ইসলাম ও মুসলমান বিদ্বেষী হিসেবে চিহ্নিত করেছে। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার দাবি জানিয়ে তিনি বলেন, পাকিস্তানসহ পৃথিবীর অনেক দেশেই কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ