রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
উদ্বোধনের মাস না পেরুতেই নাটোরের লালপুর উপজেলায় বেসরকারিভাবে প্রতিষ্ঠিত একমাত্র বিনোদন কেন্দ্র গ্রিনভ্যালি পার্কটি বিনোদন প্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।
পার্কটির নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসছে বিনোদন প্রেমীরা। ভ্রমন মৌসুমকে কে›ন্দ্র করে বিনোদন প্রেমীদের আনাগোনা দিনদিন বেড়ে চলছে।
৩৮ জন পরিচালকের সম্মিলিত উদ্যোগ এই প্রায় ৩০ একর জমির ওপরে প্রতিষ্ঠিত সবুজেঘেরা অপরুপ সুন্দর্য, নয়নাভিরাম লেক, ঝর্ণা, অত্যন্ত মনোরম পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্যেমন্ডিত পার্কটি যেন সৌন্দর্যের লীলাভূমিতে পরিনত হয়েছে। তাইতো প্রতিদিনই এই অপরুপ সৌন্দর্য উপভোগ করতে পরিবার পরিজন নিয়ে হাজারো মানুষ সবুজ সৌন্দর্যের লীলাভ‚মি খ্যাত গ্রিনভ্যালি পার্কটিতে আসছেন। যান্ত্রিকতার একঘেঁয়েমি থেকে প্রকৃতির কাছাকাছি কোলাহলমুক্ত পরিবেশে সময় কাটাতে লোকজন প্রতিনিয়ত ছুটে আসছেন এখানে।
সরেজমিনে পার্কটিঘুরে দেখা গেছে, দেশের বিভিন্নস্থান থেকে দলে দলে বিনোদন প্রেমীরা পার্কে আসছেন। সকাল থেকেই বিনোদনপ্রেমীদের ভীর ছিলো চোখে পড়ার মতো। স্পীডবোট, প্যাডেল বোট, বুলেট ট্রেন, মিনি ট্রেন, নাগরদোলা, পাইরেট শীপ, ম্যারিগোরাউন্ড, হানি সুইংসহ বিভিন্ন রাইডের আনন্দে মেতে ছিলো আগতো বিনোদনপ্রেমীরা।
এ সময় পার্কে ঘুরতে আসা দৈনিক ইনকিলাবের রাজশাহী ব্যুরো প্রধান রেজাউল করিম রাজু বলেন, ‘পার্কটি নতুন হিসেবে অনেক সুন্দর লেগেছে। তবে প্রবেশের মুল্য ২০ টাকা হলে সকলের জন্য ভালো হবে।’
রাজাপুর কলেজের শিক্ষক খকন ইসলাম ও রাজশাহী থেকে আসা সিমা ও রোকুনুজ্জামানের সঙ্গে কথাহয় ইনকিলাব প্রতিবেদকের তারা জানান, ‘উত্তরবঙ্গের মধ্যে সর্বচেষ্ট পার্ক গ্রিনভ্যালি। গ্রিনভ্যালি নামের সঙ্গে পার্কটির মিল রয়েছে। আমি জীবনে অনেক পার্ক ঘুরেছি এতো সুন্দর মনোরম পরিবেশর নয়নভীরাম পার্ক আর দেখিনি। আগামীতে আমি আবারো আসবে। রাজশাহী নিউ ডিগ্রী কলেজের ছাত্রী জুঁই বলেন, ‘আমি এই প্রথম কোথাও ঘুরতে এসেছি। সবুজে ঘেরা পার্কটি অত্যান্ত মনোরোম পরিবেশ আমার ভীষন ভালো লেগেছে। তবে গাছ গুলি বড় হলে আরো বেশী ভালো লাগবে।’
রাজশাহী থেকে ঘুরতে আসা জুবায়ের আহম্মেদ বলেন, ‘মানুষের মুখে শুনে আমরা ৪ বন্ধু মিলে ঘুরতে এসেছি। স্বপ্নপুরীর চেয়েও অনেক ভালো লেগেছে। পার্কটির ঝর্ণাতে গোসল করে সবচেয়ে বেশি মজা পেয়েছি। তবে পার্কের আরো কিছু রাইড বাড়াতে হবে। ’
পার্কে পিকনিক স্পট, শ্যুটিং স্পট, এ্যাডভেঞ্চার রাইডস, কনসার্ট এন্ড প্লে-গ্রাউন্ড, নিজস্ব বিদ্যুৎ সুবিধা, নামাজের সু-ব্যবস্থা, সিকিউরিটি সার্ভিস, ডেকোরেটর, ক্যাফেটেরিয়া, শপ কর্ণার, সভা-সেমিনার এর জায়গা, আবাসিক ও গাড়ি রাখার সু-ব্যবস্থাসহ নানা ধরনের সুবিধা রয়েছে। ৫০টাকায় স্পীডবোট, প্যাডেল বোট, বুলেট ট্রেন, মিনি ট্রেন, নাগরদোলা, পাইরেট শীপ, ম্যারিগোরাউন্ড, হানি সুইং আনন্দ উপভোগ করা যাবে।
পার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরীয়া পারভীন জানান, ‘জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পর্যটনের জগতে লালপুরকে প্রতিষ্ঠা করার প্রয়াসই গ্রিনভ্যালি পার্ক লিমিটেড। পরিচালকদের শেয়ার আর ঋণের টাকায় মানব সেবার ব্রত নিয়ে পার্কের লভ্যাংশের সিংহভাগ ব্যয় হবে সমাজকল্যাণ মূলক কর্মকান্ডে। পর্যায়ক্রমে প্রতিষ্ঠা করা হবে আন্তর্জাতিক মানের বিদ্যালয়, শিশু পরিবার, বৃদ্ধাশ্রম ও হাসপাতাল প্রভৃতি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।