Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সরকার দেশে একদলীয় শাসন কায়েম করেছে

পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এক বিবৃতিতে বলেছেন, সরকার দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে। নির্বাচনী মাঠে এককভাবে গোল দিয়ে বাহবা নিচ্ছে। উপজেলা নির্বাচনগুলোতে কোন ভোটার নেই। মিডিয়াগুলোতে শিরোনাম হচ্ছে ভোটে খরা চলছে। এগুলো কিসের আলামত। জনগণকে কোনভাবেই সরকার ভোটকেন্দ্রে নিতে পারছে না। তিনি বলেন, ভোটে মানুষের অনাগ্রহ, বা ভোটে না যাওয়া আওয়ামী লীগের এক বড় অর্জন? পীর সাহেব বলেন, ৩০ ডিসেম্বর জনগণের ভোটের অধিকার কেঁড়ে নেয়া হয়েছে। পীর সাহেব বলেন, ৩০ ডিসেম্বরের ধারাবাহিকতায় ঢাকা সিটি উত্তর, ডাকসু, উপজেলার নির্বাচনে ভোট আছে ভোটার নেই। দেশের মানুষ ভোটকে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, আওয়ামী লীগকে আর কখনো জনগণ বিশ্বাস করবে না।
ডেনমার্কে কুরআন পুড়িয়ে উল্লাস প্রকাশের নিন্দা
গত শুক্রবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগে একটি মসজিদে জুমার নামাজ চলা অবস্থায় পালুদান নামক খ্রিস্টান সন্ত্রাসী কুরআন পুড়িয়ে উল্লাস করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ। এক বিবৃতিতে তিনি বলেন, নিউজিল্যান্ডের আল নূর মসজিদ-সহ দুটি মসজিদে খ্রিস্টান সন্ত্রাসবাদী কর্তৃক বর্বরোচিত হামলার পর ডেনমার্কের খ্রিস্টান ধর্মাবলম্বী ইসলাম বিদ্বেষী রাসমুস পালুদান জনসম্মুখে কুরআন পুড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মুসলমানের হৃদয়ে চরম আঘাত করেছে। এভাবে খ্রিস্টান সন্ত্রাসীরা মুসলমানের ধর্মীয় অনুভুতিতে আঘাত করেই যাচ্ছে। বিশ্বব্যাপী সন্ত্রাসী ও ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া মুসলমানদের সামনে আর কোন পথ খোলা নেই। এদিকে, আজ মঙ্গলবার বিকাল ৩টায় পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে “অধিকার আদায়ের জন্য স্বাধীনতা সংগ্রাম, ৪৮ বছরে আমাদের অর্জন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ