Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সিকৃবি’র শিক্ষার্থী ওয়াসিম হত্যার বিচার দাবিতে শাবিতে প্রতিবাদ মিছিল

শাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৯, ৮:৩৩ পিএম

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষার্থী ঘোরি ওয়াসিম আফনানের হত্যার বিচার এবং নিরাপদ সড়কের দাবিতে ‘প্রতিবাদ মিছিল’ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট।

সোমবার দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশ মিলিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করে। সমাবেশে বক্তারা বাসের ঘাতক চালক ও হেল্পারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ, গত শনিবার সন্ধ্যার দিকে সিকৃবি শিক্ষার্থী ওয়াসিম আফনানকে উদার পরিবহনের একটি বাস থেকে ঢাকা-সিলেট রোডের শেরপর এলাকায় ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের হেল্পার ফেলে দেয়। ঘটনাস্থলেই বাসের চাকার নিচে পৃষ্ঠ হয়ে ওয়াসিমের মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ