Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

নওগাঁয় গনহত্যা দিবস পালিত

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৯, ৬:২৮ পিএম

নওগাঁয় আলোচনা সভায় মধ্য দিয়ে গনহত্যা দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। আজ সকালে জেলা প্রশাসন আয়োজিত নওগাঁ কেডি সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, জেলা শিক্ষা অফিসার মোবারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা পাক হানাদার বাহিনী দ্বারা ১৯৭১ সালে ২৫ মার্চের গনহত্যা দিবসের নারকীয় ঘটনার উপর বিস্তারিত আলোচনা করেন। সভায় জেলার সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করেন।
নওগাঁর রাণীনগরে ২৫মার্চ ভয়াল কালো রাত্রী ও গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস, নির্বাহী কর্মকর্তা আল মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ্যাড. ইসমাইল হোসেন, ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ