Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের বিজ্ঞাপন নির্মাণ করছেন আদনান আল রাজীব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৯, ১২:০৯ এএম

দেশের গন্ডি পেরিয়ে ভারতে বিজ্ঞাপন নির্মাণ করছেন মেধাবী নির্মাতা আদনান আল রাজীব। ২০১৬ সালে তিনি প্রথম ভারতের বিজ্ঞাপন নির্মাণ করেন। বিজ্ঞাপনটি ছিল দেশটির এক্সপ্রেস মানি ট্রান্সফারের প্রজেক্ট। তিন বছর পর আবারও তিনি বিজ্ঞাপন নির্মাণের জন্য ডাক পেলেন ভারত থেকে। আদনান আল রাজীব জানান, এবার তিনি বিজ্ঞাপন নির্মাণ করছেন ভারতে আইসিআইসিআই ব্যাংকের। গত ১৮ মার্চ এটির শূটিং হয়েছে মুম্বাইয়ে। বিজ্ঞাপনের মূল বিষয় ভারতীয় আর্মি। তিনি জানান, ভালোবাসা এমন একটি বিষয়, যেটি ধর্ম, বর্ণ, ভাষা কিংবা সীমান্ত মানে না। মূলত এই বিষয়টিই উঠে আসবে তার এবারের বিজ্ঞাপনচিত্রে। যেখানে মডেল হিসেবে দেখানো হবে ভারতীয় একজন আর্মি ও তার ভালোবাসার মানুষদের। রাজীব বলেন, এর আগে ভারতের এক্সপ্রেস মানি ট্রান্সফারের বিজ্ঞাপন বানিয়েছিলাম। এবারেরটি আইসিআইসিআই ব্যাংকের। প্রতিষ্ঠান হিসেবে তাদের বেশ সুনামও আছে দেশটিতে। শূটিং-স¤পাদনার কাজ চলছে এখন। শিগগিরই ভারতীয় চ্যানেলগুলোতে বিজ্ঞাপনটির প্রচার শুরু হবে। তিনি বলেন, এটা খুবই আনন্দের ব্যাপার। কারণ, এর মাধ্যমে আমি আমার দেশের প্রতিনিধিত্ব করছি। একজন বাংলাদেশী হিসেবে মুম্বাইয়ের মতো বড় ইন্ডাস্ট্রিতে এসে কাজ করা গর্বের বিষয়। তাছাড়া এবারের কাজটি হলো ভালোবাসা আর দেশাত্মবোধকে ঘিরে। সব মিলিয়ে এই কাজটি করতে পারা অনেক আনন্দের বিষয়। উল্লেখ্য, আদনান আল রাজীবের সা¤প্রতিক দুটি বড় বিজ্ঞাপনের মধ্যে রয়েছে শাকিব খান-নুসরাত ফারিয়াকে নিয়ে বাংলালিংক, আর মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশীকে নিয়ে গ্রামীণফোনের বিজ্ঞাপন। দুটি বিজ্ঞাপনই সা¤প্রতিক সময়ে বেশ জনপ্রিয়তা পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ