Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তরুণ মুন্সীর নতুন গান তোমার গলি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৯, ১২:০৯ এএম

গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও গায়ক তরুণ মুন্সির নতুন গান প্রকাশিত হয়েছে। গানটির শিরোনাম ‘তোমার গলি’। গানটির কথা, সুর ও কন্ঠ তরুন মুন্সীর নিজের। সঙ্গীতায়োজন করেছেন তরুন মুন্সী এবং মাহান ফাহিম। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। কক্সবাজারের মনোরম লোকেশনে গানটির চিত্রায়ন করে পরিচ্ছন্ন এবং দৃষ্টিনন্দন ভিডিও নির্মান করেছেন সৈকত নাসির। এতে মডেল হিসেবে আছেন আরেফিন এবং সাদিয়া অপূর্ব। আছে তরুন মুন্সীর উপস্থিতিও। গানটি প্রসঙ্গে তরুণ বলেন, চেষ্টা করি আমার প্রতিটি গানেই যেন শ্রোতারা ভিন্নতা পায়। এই গানটির মাধ্যমে নতুন ডাইমেনশনে আমাকে চিনবেন শ্রোতারা। ভালোবাসা সকল শ্রোতার জন্য। যাদের জন্য আজও গান গাওয়ার সাহস করি। আশা করছি, আমার এই প্রচেষ্টা সবার ভালো লাগবে।’ ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)-এর ব্যানারে ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে গানটি। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ