Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজি আবদুন নুরের কাছে দুঃখ প্রকাশ করলেন দিতিপ্রিয়া

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৯, ১২:০৯ এএম

২০১৭’র জুলাই থেকে তারা একসঙ্গে অভিনয় করে যাচ্ছেন জি বাংলার পিরিয়ড ড্রামা সিরিজ ‘করুণাময়ী রানি রাসমণি’তে। অবশেষে রাজ চন্দ্র দাসের মৃত্যুর সঙ্গে সঙ্গে গাজি আবদুন নুরের বিদায়ের ঘণ্টা বেজেছে। এখন থেকে মাঝে মধ্যে হয়তো তাকে ফ্ল্যাশব্যাক দৃশ্যে দেখা যাবে। তাই বোধ হয় রাসমণি চরিত্রের অভিনেত্রী দিতিপ্রিয়া রায় তাদের মধ্যে অফস্ক্রিন যে ঝগড়া বিবাদ হয়েছে তা মিটিয়ে ফেলতে চাইছেন। দর্শক পর্দায় যাই দেখুক না কেন নূর আর দিতিপ্রিয়ার মাঝে প্রায়ই খিটিমিটি বেঁধে যেত বলে জানা যায়। একবার পুরো ১৫ দিন তাদের কথা বলাবলি বন্ধ ছিল। এখন থেকে তো পেশাগতভাবে আর তাদের দেখা হবে না তাই দিতিপ্রিয়া ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে নূরের কাছে তার ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেছেন। ‘করুণাময়ী রানি রাসমণি’ সিরিয়ালে বদৌলতে গাজি আবদুন নুর আর দিতিপ্রিয়া দারুণ জনপ্রিয়তা পেয়েছেন। স¤প্রতি ১ ঘণ্টার এক পর্বে নূর রূপায়িত রাজচন্দ্রের মৃত্যু হয়েছে আর তার স্ত্রী রাসমণিকে নিতে হয়েছে বিধবার বেশ। পর্দায় রাজচন্দ্র ও রাসমণির মাঝে খুব মিল দেখা গেলেও এই দুই চরিত্রের অভিনয়শিল্পীদের মাঝে কিন্তু প্রায়ই কথা কাটাকাটি হত। আর তো এমন হবে না তাই দিতিপ্রিয়া দুঃখ প্রকাশ করে ইনস্টাগ্রামে লিখেছেন : “প্রায় দু’বছর একসঙ্গে কাজ করলাম আমরা। ঝগড়া, খুনসুটি করেই সময়টা কেটে গেল। কথাও বলতাম না এরকম কেটেছে, আমরা তো অ্যাংরি বার্ড ছিলাম। সবকিছুর জন্য দুঃখিত, তোমাকে মিস করব।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ