প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মারভেল কমিক্স অবলম্বনে প্রথম নারীপ্রধান সুপারহিরো চলচ্চিত্র ‘ক্যাপ্টেন মারভেল’-এর প্রচার সফরে ব্যস্ত আছেন ব্রি লারসন। ফিল্মটি এরই মধ্যে বাণিজ্যিক সাফল্য লাভ করলেও তার পুরুষবিদ্বেষী মন্তব্যের জন্য অভিনেত্রীটিকে জোর সমালোচনা মোকাবেলা করতে হচ্ছে। ওয়ান অ্যামেরিকা নিউজের সংবাদদাতা এবং লেখক জ্যাক পোসোবিক লারসনের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ’ক্যাপ্টেন মারভেল’ বয়কটের একটি কার্যক্রম শুরু করেছেন। পোসোবিক টুইটারে হ্যাশট্যাগ অ্যালিটা চ্যালেঞ্জের সূচনা করে সবাইকে ‘ক্যাপ্টেন মারভেল’ বয়কট করে ‘অ্যালিটা : ব্যাটল এঞ্জেল’ দেখার পরামর্শ দিয়েছেন। পোসোবিক একটি সংবাদ সংস্থাকে বলেন, লারসনের পুরুষবিদ্বেষী মন্তব্য আর মারভেল স্টুডিওর বামপন্থি রাজনীতির প্রয়োগ অবমাননাকর এবং অন্যায্য। দর্শকরা চলচ্চিত্র দেখে বিনোদন পাবার জন্য বামপন্থি রাজনীতি দ্বারা প্রভাবিত হতে নয়। তিনি বলেন, “যারা আমাদের ঘৃণা করে তাদের অর্থ প্রদানে বিরত হন।” সাবেক নেভি ইন্টেলিজেন্স কর্মকর্তা পোসোবিক মন্তব্য করেন, “হলিউড বামপন্থি রাজনীতির প্রতি পক্ষপাতদুষ্ট।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।