Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জবিতে কালের কণ্ঠ শুভ সংঘের নবীন বরণ অনুষ্ঠিত

জবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৯, ৪:৫৬ পিএম

শুভ কাজে, সবার পাশে স্লোগান নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কালের কণ্ঠ শুভসংঘ শাখার আয়োজনে বর্ণাঢ্য নবীন বরণ ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড.মীজানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে যে কয়টা সংগঠন আছে তাদের মধ্যে শুভ সংঘ অন্যতম। এ সংগঠন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, ডিপার্টমেন্টের পড়াশোনা বাস্তব জীবনে খুব বেশি কাজে লাগবে না। তাই সবাইকে ডিপার্টমেন্টের পড়াশোনার বাইরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে যুক্ত হতে হবে।
অনুষ্ঠানে রাজধানীর ফুলবাড়িয়া শপিং কমপ্লেক্সের চেয়ারম্যান আব্দুর রহমান বলেন,বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মধ্যে রাজনীতি ঢুকে গেছে। তাই এ অবস্থা থেকে আমাদের বের হতে হবে। তবে আমাদের সুষ্ঠু ধারার রাজনীতি করতে হবে যাতে কোন ক্ষতি না হয়।
অনুষ্ঠানে শুভ সংঘের পক্ষ থেকে অতিথি ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া নবীন বরণের শুরুতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে শুভ সংঘের সদস্যরা নৃত্য,গান ,কবিতা ও অভিনয়ে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় কালের কণ্ঠ শুভ সংঘের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মো.সাদেকুল ইসলামের সভাপতিত্বে বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম , শুভ সংঘের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক শামীম আল মামুন,শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, দপ্তর সম্পাদক সোহেল রানা স্বপ্ন প্রমুখ উপস্থিত ছিলেন।
কালের কণ্ঠ শুভ সংঘের কেন্দ্রীয় সহসভাপতি জহিরুল ইসলামের সঞ্চালনায় শুভ সংঘ জবি শাখার সভাপতি ইমা আক্তার ও সাধারণ সম্পাদক তানভির হোসেন স্বাগত বক্তব্য দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ