Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোটারবিহীন নির্বাচনব্যবস্থার কবর রচিত হয়েছে

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

 ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেন, ভোটার ও বিরোধীদল বিহীন উপজেলা নির্বাচন দেয়ার মাধ্যমে ইসি রাষ্ট্রিয় সম্পদের অপচয় করেছেন। ভোটারহীন এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার কবর রচিত হয়েছে।
গতকাল শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত ২য় জাতীয় যুব কনভেনশনের প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব এ কথা বলেন।
তিনি আরো বলেন, নির্বাচনী ব্যবস্থায় সচ্ছতা ফিরিয়ে আনতে এবং জনগণের ভোটারাধিকার ফিরিয়ে দিতে দেশের সকল শ্রেণী-পেশার মানুষদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পীর সাহেব বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন দেশের যুবকদেরকে নৈতিকভাবে আদর্শবান ও চরিত্রবান করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। তিনি সারা দেশের যুবকদেরকে ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের নায়েবে আমির, মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, দেশের প্রাণশক্তি যুবকদের চরিত্র হননের জন্য দেশদ্রোহী শক্তি অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, ইসলামী যুব আন্দোলনের প্রধান কাজ হল যুবকদের চরিত্রবান বানিয়ে তাদের অপচেষ্টা রুখে দেয়া।
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ইসলামী অন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক আজাদ, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব এটিএম হেমায়েত উদ্দিন, ইসলামী যুব আন্দোলন-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মাওলানা নেছার উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, উত্তর সভাপতি শেখ ফজলে বারী মাসউদ।
সম্মেলন শেষে পীর সাহেব চরমোনাই, ইসলামী যুব আন্দোলনের ২০১৯-২১ সেশনের নতুন কমিটির সভাপতি হিসেবে কে.এম.আতিকুর রহমান, সহ-সভাপতি হিসেবে ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম এবং সেক্রেটারী জেনারেল হিসেবে মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন এর নাম ঘোষণা করে শপথ বাক্য পাঠ করান।
আল্লামা ত্বক্বী উসমানীর ওপর হামলার নিন্দা
এদিকে, পীর সাহেব চরমোনাই পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি আল্লামা তক্বী উসমানী সাহেবের গাড়ী বহরে সন্ত্রাসী হামলায় তাঁর দুইজন সঙ্গীর মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
ঢাকা জেলা সম্মেলন আজ
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখার উদ্যোগে আজ শনিবার বিকেল ৩টায় ৫৫/বি, পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল পীর সাহেব চরমোনাই। এতে সভাপতিত্ব করবেন সংগঠনের ঢাকা জেলা সভাপতি আলহাজ্ব সৈয়দ আলী মোস্তফা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ