Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেনেভা ক্যাম্পে র‌্যাবের অভিযান

৬ নারীসহ ৯১ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৯১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের মধ্যে ৬ জন নারী মাদক কারবারীও রয়েছেন। গতকাল ভোর সাড়ে ৫টা থেকে শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত এ অভিযান চলে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১১ হাজার ৯৬৫ পিস ইয়াবা, ২০ বোতল ফেন্সিডিল, ৮ কেজি গাজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
ক্যাম্পের প্রায় ১৩টি স্পটে পরিচালিত অভিযানে র‌্যাব-১, ২, ৩, ৪, ১০ ও সদর দপ্তরের প্রায় পাঁচ শতাধিক সদস্য অংশ নেন। অভিযানে র‌্যাবের ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল ইউনিটের সদস্যসহ আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হয়। অভিযানকালে জেনেভো ক্যাম্পের বাসিন্দা সাধারণ বিহারীরা র‌্যাব সদস্যদের তথ্য দিয়ে সহায়তা করেন। অভিযান শেষে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, ‘আমাদের মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ এটি। আমরা তথ্য পেয়েছিলাম যে, ইতোমধ্যে যারা আটক হয়ে জামিনে বেরিয়ে এসেছে তারা পুনরায় একই কাজে যুক্ত। প্রায় পাঁচ শতাধিক র‌্যাব সদস্য নিয়ে জেনেভা ক্যাম্পের চারপাশে ঘিরে ফেলা হয়। এ সময় বাইরে এবং ভেতরে যেতে দেওয়া হয়নি কাউকে। পরে ভেতরে মাদক ব্যবসায়ীদের তল্লাশি করা হয়। যাদের কাছে মাদক পাওয়া যায় তাদের আটক করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘ঢাকার বাইরে থেকে এখানে মাদক আসার পর তা নগরীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ত। শিশুদের দিয়ে মাদক পরিবহন করা হতো। মাদকবিরোধী এ অভিযান চলমান থাকবে।’
র‌্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন। এছাড়া তাদের মধ্যে অনেক কারবারীকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের মধ্যে কেউ কেউ মাদক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানেন। তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফের অভিযানে নামবে র‌্যাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ