Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৌন্দর্যবর্ধন কার্যক্রম উদ্বোধন গুলশান লেক

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

গুলশান লেকের মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শেষে এবার গুলশান সোসাইটি শুরু করেছে লেকের সৌন্দর্য বর্ধন কার্যক্রম। গতকার শুক্রবার সকালে রাজধানীর গুলশান ফজলে রাব্বি পার্ক সংলগ্ন লেক পাড়ে সৌন্দর্য বর্ধনের এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
বিউটিফিকেশন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের পর লেক পাড়ে সৌন্দর্য বর্ধনকারী বিভিন্ন গাছ লাগানো হয়। এরপর একটি শোভাযাত্রা গুলশানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন গুলশান সোসাইটির প্রেসিডেন্ট শাখাওয়াত আবু খায়ের মোহাম্মদ, সেক্রেটারি জেনারেল শুক্লা সারওয়াত সিরাজ, রাজউকের লেক উন্নয়ন প্রকল্পের পরিচালক আমিনুর রহমান সুমন, গুলশান সোসাইটির লেক ব্যবস্থাপনা কমিটির প্রধান ইভা রহমান, গুলশান সোসাইটির ভাইস প্রেসিডেন্ট এমএ হাসেম, মাহিন খান প্রমুখ। গুলশান সোসাইটির সেক্রেটারি জেনারেল শুক্লা সারওয়াত সিরাজ বলেন, গুলশান লেকপাড়ে বিভিন্ন ধরণের ফুল-ফলের গাছসহ সৌন্দর্য বাড়ানোর জন্য গাছ লাগানো হচ্ছে। মাটি ফেলে লেক পাড় সুন্দর করা হচ্ছে। ক্রমান্বয়ে পুরো লেক পাড় জুড়ে গাছ লাগানো হবে। লেক সংলগ্ন দেয়ালগুলোতে বর্ণিল দেয়াল চিত্রের মাধ্যেমে সাজানো হবে। লেকের পাশ দিয়ে বিভিন্ন জনসচেতনতামূলক ¯েøাগানসংবলিত বিলবোর্ড লাগানো হচ্ছে।
এ সময় বক্তারা আরও বলেন, লেকের সৌন্দর্য রক্ষার সার্থে আশেপাশের মনুষকে প্রথমেই লেকে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। আমরা গুলশানবাসী একটি পরিচ্ছন্ন মনোরম ও অবৈধ দখলমুক্ত লেক দেখতে চাই। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সঙ্গে গুলশান সোসাইটির চুক্তি অনুযায়ী মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে আমরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি। এ লেক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের প্রতিটি নাগরিকের। ঢাকা শহরকে বাসযোগ্য করতে লেক বাঁচাতে হবে পাশাপাশি গুলশান লেকে অবৈধ দখল, বর্জ্য ফেলা বন্ধ করতে হবে।
জানা গেছে, গুলশান সোসাইটির সঙ্গে গত বছরের ১০ জুলাই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একটি চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী গুলশানের সবগুলো লেকের পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ এবং সৌন্দর্যবর্ধনের দায়িত্ব গুলশান সোসাইটিকে দেয়া হয়। সে থেকে গুলশান সোসাইটি গুলশানের লেকগুলোর শোভাবর্ধনে নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ