প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১৯৯১ সালে ‘বিল অ্যান্ড টেড’স বোগাস জার্নি’ মুক্তি পাবার পর থেকে সিরিজের ভক্তরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আবার কবে তারা তাদের দেখতে পাবে নতুন একটি চলচ্চিত্রে। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আসন্ন গ্রীষ্মে শুরু হচ্ছে ‘বিল অ্যান্ড টেড : ফেস দ্য মিউজিক’-এর নির্মাণ আর মুক্তি পাবে আগামী বছর আগস্টে। কিয়ানু রিভস এবং অ্যালেক্স উইন্টারের অভিনয়ে টাইম ট্রাভেলার দুই বন্ধুকে নিয়ে এই সিরিজের পরে পর্ব নিয়ে রিভস টুইট করেছেন : “আমরা ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলতে চাই মনে হ”েছ, আশা করছি, আসলেই আগামী গ্রীষ্মে আমরা নতুন একটি পর্ব শুরু করতে যাচ্ছি।” প্রথম পর্ব ‘বিল অ্যান্ড টেড’স এক্সেলেন্ট অ্যাডভোর’ মুক্তি পেয়েছিল ১৯৮৯ সালে তার দুই বছর পর ‘বিল অ্যান্ড টেড’স বোগাস জার্নি’। ২০১১তে ঘোষণা করা তৃতীয় পর্বের খসড়া তৈরি। তারও আট বছর পর নির্মাণ শুরু হচ্ছে। এতোগুলো বছরে অনেক অদলবদল হয়েছে। রিভস কমেডি তারকা থেকে অ্যাকশন তারকা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন ‘জন উইক’, ‘স্পিড’ আর ‘দ্য মেট্রিক্স’ দিয়ে। আর উইন্টার এক দশক ধরে পরিচালনা নিয়ে ব্যস্ত আছেন। ২০২০এ বিল আর টেডকে তারা ফিরলেই বোঝা যাবে তারা এখনও গ্রহণযোগ্য কি নয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।