Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিয়াঙ্কার ডেটিং অ্যাপ নিয়ে সালমানের কটাক্ষ

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

সালমান খান এখন দুই নবাগত জহির ইকবাল আর প্রনুতন বেহলের অভিনয়ে তার প্রডাকশনের ‘নোটবুক’ ফিল্মের প্রচার নিয়ে ব্যস্ত আছেন। এমনই এক অনুষ্ঠানে তিনি বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করেছেন। এক সময় তাকে প্রিয়াঙ্কা চোপড়ার ডেটিং অ্যাপ সম্পর্কে তিনি মন্তব্য করেন, ‘নিক জোনাসের সঙ্গে বিয়ের পর’ ডেটিং বিষয়ক আ্যাপের ধারণায় তিনি মজা পেয়েছেন। তার আসন্ন চলচ্চিত্র ‘নোটবুক’ এমন দুই তরুণ-তরুণীকে নিয়ে নির্মিত যারা সরাসরি সাক্ষাতের আগেই পরস্পরের প্রেমে পড়ে। সালমানকে জিজ্ঞাসা করা হয়, বর্তমান প্রজন্মের তরুণরা যেখানে অ্যাপের মাধ্যমে পরিচিত হয় সেখানে না দেখে প্রেমে পড়া সম্ভব কিনা? অভিনেতাটি এসময় জানান এমন কোনও অ্যাপ তার ফোনে নেই। অভিনেতাটিকে জানান হয়, প্রিয়াঙ্কা চোপড়া এমন একটি ডেটিং অ্যাপ ভারতে ল করতে যাচ্ছেন, তাতে তিনি বেশ আমোদিত হয়েছে বলে জানান এবং রসিকতা করে বলেন, স¤প্রতি নিক জোনাসের বিয়ে হবার পরও প্রিয়াঙ্কার কেন এটি (অ্যাপ) লাগবে। কথা ছিল আলি আব্বাস জাফরের পরিচালনায় ‘ভারত’ ফিল্মে সালমানের বিপরীতে প্রিয়াঙ্কা অভিনয় করবেন। কিন্তু শুটিং শুরু হবার মাত্র কয়েকদিন আগে নিক জোনাসের সঙ্গে বিয়ে আর হলিউডের কয়েকটি প্রজেক্টে কাজের জন্য প্রিয়াঙ্কা অপারগতা প্রকাশ করেন। ক্যাটরিনা কাইফ তার স্থলাভিষিক্ত হন। এরপর থেকেই সালমানের সঙ্গে প্রিয়াঙ্কার এক ধরনের অলিখিত বিরোধ চলছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ