রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সাতক্ষীরার তালায় পোল্ট্রি খামারের শিয়াল ধরা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে আরাফাত হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার নেহালপুরে এ ঘটনা ঘটে।
আরাফাত হোসেন ওই গ্রামের খায়রুল শেখের ছেলে ও নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, নেহালপুর গ্রামের মেহেদী হাসান বাড়ির পাশে একটি পোল্ট্রি খামার করেছেন। তিনি তার খামারের চারদিকে শিয়াল মারার বিদ্যুতায়িত ফাঁদ পেতে রেখেছেন। শুক্রবার সকালে বল নিয়ে খেলা করছিল আরাফাত। এ সময় তার বলটি ছিটকে পোল্ট্রি খামারের দিকে যায়। বলটি আনতে গিয়ে শিয়াল ধরার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় এলাকাবাসী পোল্ট্রি খামারটি ঘিরে খামার মালিকের শাস্তির দাবিতে বিক্ষোভ করে।
তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।