Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

‘সমবায় ব্যবস্থার মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন সম্ভব’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

 স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, আমাদের দেশ থেকে সমবায় ধারণা নিয়ে এশিয়ার কয়েকটি দেশ একে যথেষ্ট কার্যকরী ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সমবায় ব্যবস্থার মাধ্যমে দেশের বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওস্থ সমবায় ভবনে সমবায় অধিদপ্তরের দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ কামাল উদ্দিন তালুকদার। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মোঃ আব্দুল মজিদ প্রমুখ।
মন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় ১ লক্ষ ৭৬ হাজার সমবায় সমিতির সাথে প্রায় ১ কোটি ৮ লাখ লোক জড়িত। কাজেই বৃহৎ এ জনগোষ্ঠিকে অর্থনৈতিক কর্মকাÐে নিয়োজিত রাখতে সমবায় ব্যবস্থা অবদান রাখতে পারে। তিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নামে সমবায় পদ্ধতির অপব্যবহার রোধে সকলকে সচেতন থাকার আহŸান জানান। মন্ত্রী পরিদর্শনকালে সমবায় অধিদপ্তরের লাইব্রেরী ঘুরে দেখেন ও লাইব্রেরী সংলগ্ন বঙ্গবন্ধু কর্ণারের ফলক উন্মোচন করেন। এর আগে সমবায় অধিদপ্তরের কার্যক্রম ও সাফল্য সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়। মন্ত্রী সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কথা বলেন ও সমবায়ের কার্যক্রমকে আরও গতিশীল করতে নির্দেশনা প্রদান করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ