বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুপ্রিম কোর্ট কর্মকর্তা-কর্মচারী কল্যাণ ট্রাস্টের কার্যনিবার্হী কমিটি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. আবুল হাসেম। প্রধান নির্বাচন কমিশনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। সুপ্রিম কোর্ট ওয়েবসাইটের এ নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। প্রধান নির্বাচন কমিশনার ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন সিনিয়র বিচারপতি এই কল্যাণ ট্রাস্টের সভাপতির দায়িত্বে থাকেন। এখন সভাপতির দায়িত্বে রয়েছেন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী। এছাড়াও সিনিয়র ভাইস ভাইস চেয়ারম্যান পদে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেনকে মনোনীত করা হয়েছে।কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, দফতর সম্পাদক মো. সফিকুল ইসলাম, কল্যাণ সম্পাদক মো. আলাউদ্দিন শিকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. ছাগির উদ্দিন শিকদার, মহিলা সম্পাদিকা তাসলিমা খানম, ধর্মবিষয়ক সম্পাদক মো. শামীম হোসেন ও কোষাধ্যক্ষ মো. মুখলেছুর রহমান আখন্দ। এছাড়া নির্বাহী সদস্যরা হচ্ছেন কাইছার মিয়া, আল আমীন, আব্দুর রশীদ, শফিউল আলম চৌধুরী, মো. আতিকুর রহমান লিটন, মুন্সী শাওন রেজা, মো. আবু তালেব, মোহাম্মদ রাশেদ খান খাদেম, মো. আইয়ূব আলী, কাজী শহীদুল ইসলাম, মো. দারোদা মুয়াজ আশু ও মো. আবুল করিম মিয়া। প্রসঙ্গ, ১২ মার্চ সুপ্রিম কোর্ট কর্মকর্তা-কর্মচারী কল্যাণ ট্রাস্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।