বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ব সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) নির্ধারিত সময়ের আগেই উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। কারখানা সূত্রে জানা যায়, বিসিআইসি ২০১৮-১৯ অর্থবছরের ৩০ জুনের মধ্যে এক লাখ ২০ হাজার মেট্রিক টন সার উৎপাদনের লক্ষ্যমাত্রা বেঁধে দেয়। এ লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ২০১৮ সালের ১৮ জুলাই উৎপাদন শুরু হয়। নির্ধারিত সময়ের ১০২ দিন আগে সার উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়। ২০১৭-১৮ অর্থবছরে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ দুই হাজার মেট্রিক টন। উৎপাদিত হয়েছিল এক লাখ ছয় হাজার ৪১ মেট্রিক টন। গতকাল (বৃহস্পতিবার) ভোর পর্যন্ত কারখানায় এক লাখ ২০ হাজার ২৭৭ মেট্রিক টন সার উৎপাদিত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।