Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওসির প্রত্যাহারের দাবি চবি শিক্ষার্থীদের

চবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

 শিক্ষার্থীদের উপর বুধবার রাতে লাঠিচার্জের ঘটনায় হটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) বেলাল উদ্দিন জাহাংগীরের প্রত্যাহারের দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ^বিদ্যালয়ের শহীদ মিনারের সামনে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ সমাবেশের সময় এ দাবি জানান তারা। এছাড়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটে স্পিড ব্রেকার এবং ওভারব্রিজ নিমার্ণের দাবি জানান। এই বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের একাংশ একাত্বতা পোষণ করে।
উল্লেখ্য, বুধবার রাত সাড়ে বারো টার দিকে বিশ্ববিদ্যালয়ে ১নং গেইট এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের এম এইচ হৃদয় নামে এক শিক্ষার্থী গুরুত্বর আহত হন। এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা হাটহাজারী-চট্টগ্রাম সড়ক অবরোধ করলে পুলিশ দুই দফায় ব্যাপক লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। তবে লাঠিচার্জের কোন ঘটনা ঘটেনি বলে জানিয়ে হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাংগীর বলেন, বিক্ষোভকারী শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়েছে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, প্রতিদিন আমাদের বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী চট্টগ্রাম-হাটহাজারি সড়কের পাশে বিশ্ববিদ্যালয়ের ১নং গেইট দিয়ে রাস্তা পারাপার হলেও সেখানে কোন স্পিডব্রেকার বা ফুটওভার ব্রিজ নেই। অনেক ঝুকি নিয়ে শিক্ষার্থীরা রাস্তা পারাপার হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ