বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জাত-পাত ও পেশা ভিত্তিক বৈষম্য প্রতিরোধে আইন কমিশন সুপারিশকৃত ‘বৈষম্য বিলোপ আইন’ দ্রæত প্রণয়নসহ ৮ দফা দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন আহুত এ কর্মসূচীতে দেশের দলিত জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় আনার দাবি জানানো হয়। সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার নগরীর সদর রোড টাউন হলের সামনে পালিত কর্মসূচীতে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের বরিশাল জেলা সভাপতি ও মুক্তিযোদ্ধা ললিত কুমার দাস সভাপতিত্ব করেন। আরও বক্তব্য রাখেন সুশান্ত ঘোষ, রনজিৎ দত্ত, উত্তম কুমার ভক্ত, রফিকুল আলম ও সুপ্রিয় দত্ত।
তাদের ৮ দফা দাবিগুলো হচ্ছে, দলিত জনগোষ্ঠীকে বিকল্প পেশায় উৎসাহিত করতে কারিগরি প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করা, সকল মহানগর ও পৌরসভায় দলিত জনগোষ্ঠীর আবাসন সমস্যা সমাধানে বিশেষ পরিকল্পনা গ্রহণ ও খাসজমি বরাদ্দ। পেশাগত স্বাস্থ্য ঝুঁকি নিরসনে পরিচ্ছন্নতাকর্মীদের সুরক্ষা উপকরন সরবরাহ, দলিত শিক্ষার্থীদের শিক্ষা থেকে ঝড়ে পড়া রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ ও ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ উপবৃত্তি প্রদান, পাবলিক বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলিত ছাত্র-ছাত্রীদের ভর্তি কোটা প্রবর্তন এবং সরকারী চাকুরীতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তনেরও দাবি জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।