Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজিবির গুলিতে আহতদের সাক্ষ্য নিয়েছে তদন্ত দল

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

 বিজিবির গুলিতে হতাহতের ঘটনায় সাক্ষ্য নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত পাঁচ সদস্যের তদন্ত দল। বুধ ও গতকাল বৃহষ্পতিবার দু’দফায় সকাল থেকে ঠাকুরগাঁও সার্কিট হাউসে বিজিবির গুলিতে আহত ব্যক্তি ও স্থানীয়দের সাক্ষ্য নেয়া হয়। হতাহতের ঘটনায় আহতদের কাছে ঘটনার বিবরণ ও সাক্ষ্য গ্রহণ শেষে তদন্ত দলের পক্ষ থেকে জানানো হয় দ্রæত সময়ের মধ্যে রিপোর্ট প্রদান করা হবে। তবে আহতরা দাবি করেছেন এখন পর্যন্ত চিকিৎসার জন্য আর্থিক ভাবে কোনো সহায়তা করা হয়নি। এই ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলমের সাথে কথা বললে তিনি ইনকিলাবকে জানান যে, তদন্ত চলছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আার্থিক সাহায্য করা হবে কিনা এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। আহতরা দোষী ব্যক্তিদের বিচারের দাবি ও জানান। তদন্ত কমিটির প্রধান জননিরাপত্তার বিভাগের যুগ্ম সচিব (সীমান্ত) মো. মহসিন চৌধুরী, মো. জাকির হোসেন (উপ-সচিব জননিরাপত্তা বিভাগ), বিজিবির মহাপরিচালকের প্রতিনিধি লে. কর্ণেল মোর্শেদ জেলা প্রশাসকের প্রতিনিধি ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর কুতুবুল আলম, জেলা পুলিশ সুপার প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মাহাফুজুল আলম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ