রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গত ৬ মাস ধরে চুনারুঘাট ভূমি অফিসে এসিল্যান্ট নেই। ভূমি মলিকদের ভূগান্তি চরমে। ভূমি অফিস সুত্র জানায়, গত ১০ অক্টোবর ১৮ ইং তারিখে সহকারি কমিশনার (ভূমি) চুনারুঘাট কর্মকর্তা তাহমিনা আক্তার বদলী হয়ে তিনি অন্যত্র চলে যান। এরপর থেকে এ পদটি শুন্য হওয়ে পড়ে। এরপর থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন ইকবাল অতিরিক্ত দ্বায়িত্ব পালন করে আসছেন। কিন্তু ৫ মাস ১০ দিন অতি বাহিত হলেও গতকাল পর্যন্ত চুনারুঘাট সহকারী কমিশনার (ভূমি) অফিসে কোন কর্মকর্তা যোগদান করেন নাই। ফলে উপজেলার ভূমি মালিকদের, ভূমি রেজিস্টেশন (নাম জারী) করাতে অনেক ভূগান্তির শিকার হতে হচ্ছে। এদিকে চুনারুঘাট ভূমি অফিসে ৬ জন এর স্থলে মাত্র ২ জন থাকলেও ১ জন অসুস্ত হয়ে চিকিৎসায় রয়েছেন। ১ জন দিয়ে চলছে চুনারুঘাট ভূমি অফিসের কার্ষক্রম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।