Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

নেত্রকোনায় ইউনিয়ন পরিষদ (ইউপি) এবং সিভিল সার্ভিস অর্গানাইজেশনে (সিএসও) জবাবদিহি ও অংশগ্রহণ মূলক বাজেট প্রনয়ণ ও বাস্তবায়ন বিষয়ক এক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনার বেসরকারী সংগঠন ‘স্বাবলম্বী উন্নয়ন সমিতি’র উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সমিতি’র ড্রীম সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘ইউনিয়ন পরিষদের অন্তর্ভূক্তিমূলক ও স্বচ্ছ বাজেট প্রক্রিয়াকে গতিশীল করতে সুশীল সমাজ সংগঠনগুলোকে শক্তিশালীকরণ প্রকল্পের’ আওতায় দিনব্যাপী এই কর্মশালায় নেত্রকোনা সদর, আটপাড়া ও কেন্দুয়া উপজেলার ২৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব এবং স্থানীয় সুশীল সমাজ সংগঠনগুলোর নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেলভেটাস ইন্টার কো-অপারেশন জার্মানী প্রকল্প ব্যবস্থাপক মো. মিজানুর রহমান। স্বালম্বীর প্রকল্প পরিচালক (ফোকাল পারসন) স্বপন কুমার পাল, শুনুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছানোয়ার হোসেন, পাইকুরা ইউনিয়ন পরিষদের সচিব আবদুল হামিদ প্রমুখ। কর্মশালার উদ্দেশ্য আলোচনা করেন হেলভেটাস ইন্টার কো-অপারেশন জার্মানী মনিটরিঙ অফিসার মো. জাহাঙ্গীর হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ