Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাঈদা তানির গান-ভিডিও জেনে গেছি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম


ধ্রæব মিউজিক স্টেশনের (ডিএমএস) এর ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে তরুণ-প্রতিশ্রæতিশীল সংগীতশিল্পী সাঈদা তানির গান-ভিডিও ‘জেনে গেছি’। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজনে ইমন চৌধুরী। মোশনরক এন্টারটেইনমেন্ট এর ব্যানারে গানটির ভিডিও পরিচালনা করেছেন এ কে পরাগ ও ভাস্কর জনি। ভিডিওতে তানির সঙ্গে অভিনয় করেছেন বাঁধন লিংকন। সাঈদা তানি বলেন, ‘আমার অনেক স্বপ্ন ও ভালোবাসার গান এটি। জীবন ও ইমন ভাই মিলে দুর্দান্ত একটি গান তৈরি করেছেন আমার জন্য। গানের গল্পটিও চমৎকার। গানের সঙ্গের সঙ্গে মিল রেখেই তৈরি করা হয়েছে ভিডিও। দুদিন ধরে এটির শূটিং হয়েছে সিলেটে। রবিউল ইসলাম জীবন বলেন, ‘সাঈদা তানি অসম্ভব ভালো গান করেন। তার কণ্ঠের সঙ্গে যায় এমনই একটি গানই আমরা করেছি। ব্যক্তিগতভাবে আমার নিজের অনেক ভালো লাগার গান এটি। ধ্রæব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শোনা যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ