বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধা জেলা সংবাদদাতা : গাইবান্ধা জেলার সদর উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রী (১০) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মিলন মিয়া (২৫) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গাইবান্ধা উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে গতরাতে এ ঘটনা ঘটে।
আটক মিলন মিয়া সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের হাট দাড়িয়াপুর গ্রামের আবদুস ছাত্তারের ছেলে। স্থানীয় একটি ইট ভাটার ট্রাক্টরের ড্রাইভার। তার সংসারে স্ত্রী ও সন্তান রয়েছে।
এ ঘটনায় ধর্ষিতা শিশুটির বাবা বাদী হয়ে আজ বৃহস্পতিবার সকালে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিলন মিয়াসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাতে মিলন মিয়া ওই মেয়েটিকে বাড়ি থেকে ফুসলিয়ে ইটভাটার পাশের একটি বাঁশ ঝাড়ে নিয়ে আসে এবং ধর্ষণ করে। শিশুটির চিৎকারে ইটভাটা ও আশপাশের লোকজন ছুটে এসে ধর্ষক মিলনকে আটক করে এবং শিশুটিকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
তিনি আরও জানান, আজ বৃহস্পতিবার দুপুরে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সকালে শিশুটির বাবা সদর থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আটক মিলন মিয়াকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।