Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উলিপুরে দশ টাকা মূল্যের ১৯ বস্তা চাল উদ্ধার

উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

কুড়িগ্রামের উলিপুরে পরিত্যাক্ত অবস্থায় ফেয়ার প্রাইজের দশ টাকা মূল্যের ১৯ বস্তা চাল উদ্ধারের পর তা নিয়ে লুকোচুরি শুরু হয়েছে। ঘটনার ৯ দিন পেরিয়ে গেলেও চালের মালিক সনাক্ত করতে পারেননি প্রশাসন। গভীর রাতে সরকারি চাল রহস্যজনকভাবে রাস্তা থেকে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধারের ঘটনায় জনমনে কৌতুহল সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদোর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার গভীর রাতে পৌরসভার গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে পরিত্যাক্ত অবস্থায় ফেয়ার প্রাইজের দশ টাকা কেজি মূল্যের ৩০ কেজি ওজনের খাদ্য অধিদপ্তরের সীল যুক্ত ১৯ বস্তা চাল পুলিশ জব্দ করে থানায় নিয়ে যায়। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসাবে উপজেলা খাদ্য পরিদর্শক উপস্থিত ছিলেন। পরিত্যাক্ত অবস্থায় চাল উদ্ধারের পর থানা প্রশাসন তা জিডি মুলে জব্দ করেছেন। এ দিকে ওই বিদ্যালয় সংলগ্ন উলিপুর-চিলমারী সড়কের ব্যস্ততম এলাকায় গভীর রাতে মালিক বিহীন চাল উদ্ধারের ঘটনা ও রহস্যজনক ভাবে ৯দিন পেরিয়ে গেলেও চাল গুলো কোথায় থেকে এলো এবং প্রকৃত মালিকানা সনাক্ত না হওয়ায় এ নিয়ে জনমনে কৌতুহল সৃষ্টি হয়েছে।
উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, হতদরিদ্রদের জন্য বছরে পাঁচ মাস উপজেলার ১৩টি ইউনিয়নের ৪৮ জন ডিলারের মাধ্যমে ১০ টাকা মূল্যে চাল বিরতন করা হয়ে থাকে। সে অনুযায়ী চলতি মার্চ মাসে সুবিধাভোগীদের মধ্যে ওই চাল বিতরন করা শুরু হয়েছে।
উপজেলা খাদ্য পরিদর্শক ফজলুল হক জানান, ঘটনার দিন রাত সাড়ে ১১টার দিকে ইউএনও স্যার ডেকে পাঠালে ঘটনাস্থলে গিয়ে দেখি পুলিশ খাদ্য অধিদপ্তরের সীলযুক্ত ৩০ কেজি ওজনের ১৯ বস্তা চাল আটক করেছেন। পরে চাল গুলো থানায় নিয়ে যাওয়া হয়।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলাম পরিত্যাক্ত অবস্থায় চাল উদ্ধারের ঘটনা স্বীকার করে বলেন, চাল গুলো জিডি মূলে জব্দ করে থানায় রাখা হয়েছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের জানান, চাল আটকের ঘটনায় আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য থানায় বলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ