বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বান্দরবান থেকে স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম থেকে নিখোঁজের ৩ দিন পর ৩ শিশুকে বান্দরবান থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজ ওই তিন শিশুর হলো- লিনা, আরতী ও মিশু।
উদ্ধারকৃত সবাই ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী এবং চট্টগ্রাম ইপিজেড এলাকার বাসিন্দা। তারা একে অপরের বান্ধবী।
গতরাতে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গত সোমবার তিন শিশু চট্টগ্রামে তাদের নিজ বাসা থেকে মোট ৬২ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে অভিভাবকরা তাদের কোনো খোঁজ না পেয়ে ওই রাতেই ইপিজেড থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরে বান্দরবান সদর থানায় এ বিষয়ে অবগত করলে শহরের কয়েকটি স্থানে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে পুলিশ।
উদ্ধার হওয়া ওই তিন শিশু জানায়, তাদের অ্যাডভেঞ্চার খুব ভালো লাগে, তাই অভিভাবকদের না জানিয়ে ঘর থেকে তারা বের হয়।বান্দরবান থানার ওসি জানান, রাতে ওই তিন শিশুকে উদ্ধার করে তাদের অভিভাবকদের হাতে তুলে দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।