Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিরপুরে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

রাজধানীর মিরপুরের ১৩ নম্বর সেকশনের শ্যামল পল্লী নতুন বাজার এলাকায় একটি টিনশেড বাসায় আগুন লেগে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধ তিনজন হলেন- মোহাম্মদ হান্নান (৩৫), তার স্ত্রী আছিয়া বেগম (২৮) ও আছিয়ার ভাই উজ্জ্বল (৩০)। গত মঙ্গলবার রাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লাগে। দগ্ধ তিনজনকে গতকাল সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ ব্যক্তিদের ঢাকা মেডিক্যালে নিয়ে আসা প্রতিবেশী শামসুল বলেন, রাত ৩টার দিকে আগুন দেখে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন। সকাল ৬টায় তাদেরকে ঢামেকে এনে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, হান্নানের শরীরের ২৭ শতাংশ, আছিয়ার ৪ শতাংশ ও উজ্জ্বলের ৩২ শতাংশ দগ্ধ হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ