বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নিরাপদ সড়কের দাবি পূরণের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের রাস্তায় না নামার আহŸান জানালেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোঃ ইলিয়াস হোসেন। গতকাল (বুধবার) দুপুরে নিজ কার্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বৈঠক করেন ডিসি। এতে ২০১৮ সালে ‘নিরাপদ সড়কের আন্দোলনে’ নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের একাংশ উপস্থিত ছিলেন। সংগঠক মিনহাজ চৌধুরী রিফাত বলেন, ঢাকার মতো আমরাও চট্টগ্রামে মানববন্ধন করার প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু তার আগেই জেলা প্রশাসক আমাদের ডেকে দাবি আদায়ের আশ্বাস দিয়েছেন।
এদিকে নিরাপদ সড়কের দাবিতে বিকেলে প্রেসক্লাব চত্বরে ব্যতিক্রমধর্মী প্রতিবাদ কর্মসূচি পালন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তারা দুর্ঘটনার নামে হত্যার প্রতিবাদ ও বিচার চেয়ে বিভিন্ন সেøাগান গায়ে লিখে এবং পঙ্গু সেজে সড়কে শুয়ে প্রতিবাদ জানায়। মুখে টেপ লাগিয়ে মানববন্ধনও করে তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।