Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় আজ শুরু হচ্ছে পার্বত্য মেলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

 সমতলের মানুষকে পার্বত্য জনসংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্যের পরিচয় করিয়ে দিতে আজ বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে চারদিনব্যাপী পার্বত্য মেলা। রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
গতকাল বুধবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা এ এইচ এম জুলফিকার আলী স্বাক্ষতির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পার্বত্য মেলা অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার বিকাল তিনটায় মেলার কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক উদ্বোধন করবেন। সভাপতিত্ব করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এবং স্বাগত বক্তব্য রাখবেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মেসবাহুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে পার্বত্য এলাকার মানুষের জীবন-সংস্কৃতি, পোশাক-পরিচ্ছেদ, ইতিহাস-ঐতিহ্য বিষয়ক তথ্যাদি সমতলের মানুষের মাঝে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে এ মেলায় দেশি-বিদেশি প্রতিষ্ঠানের জন্য ৯৩টি স্টল থাকবে। প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত থাকবে পার্বত্য চট্টগ্রামের শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ