Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাউফলে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

প্রকাশের সময় : ১৯ মে, ২০১৬, ১২:০০ এএম

পটুয়াখালী জেলা সংবাদদাতা : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার গুঠিয়া গ্রামে গাছ থেকে পড়ে আবুল বাশার (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মে) রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত আবুল বাশার ওই গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেলে ডাল কাটতে বাড়ির পাশের একটি চাম্বুল গাছে উঠেন বাশার। এ সময় অসাবধানতা বশত নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ১০ টার দিকে চিকিৎসাধীন আবুল বাশারের মৃত্যু হয়। হাসপাতালের সহকারী রেজিস্টার চিকিৎসক মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ