Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

বাড্ডায় বাসার সামনে প্রাইভেটকার চালক খুন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

রাজধানীর মেরুল বাড্ডায় নিজ বাসার সামনে দুর্বৃত্তের গুলিতে জুলহাস হোসেন (৩৫) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। গত সোমবার ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জুলহাস সাভারের ভাকুর্তা গ্রামের মৃত সোলাইমানের ছেলে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সোমবার রাতে গুরুত্বর আহত অবস্থায় জুলহাসকে উদ্ধার করে ঢামেকে আনা হলে রাত সোয়া ১০টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন। জুলহাসের বড় বোন বলেন, অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনতে বাসার পাশে ফার্মেসিতে যাচ্ছিলেন জুলহাস। এ সময় দুই যুবক তার কাঁধ ধরে কথা বলার মতো করে দুই-এক কদম সামনে নিয়ে গুলি করে পালিয়ে যায়। স্বজনরা জানায়, পশ্চিম মেরুল বাড্ডা একটি ছয়তলার বাড়ির তৃতীয় তলায় পরিবার নিয়ে থাকতেন জুলহাস। তার স্ত্রী ও তিন ছেলে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ