Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাড়ি ফেরা হলো না ...

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম


নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁর সাপাহারে ভোট কেন্দ্র থেকে বাসায় ফেরার পথে চলন্ত মোটর সাইকেল এর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে গাছে ধাক্কা লেগে রেজওয়ান কবির (১৮) নামের এক মেধাবী শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় নিহত রেজওয়ান উপজেলার আইহাই ইউপির ৪নং ওয়ার্ডের সদস্য মো. সাইদুর রহমানের ছেলে বলে জানা গেছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে গত সোমবার বিকেলে রেজওয়ান সাপাহার উপজেলা পরিষদ নির্বাচনে আইহাই ইউনিয়নের আইহাই ভোট কেন্দ্র দেখে তার বন্ধুর একটি মোটর সাইকেল যোগে গৌরীপুর গ্রামে তার নিজ বাসায় ফিরছিল। রাস্তায় তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে বুকে ও মাথায় প্রচÐ আঘাত পায়, সঙ্গে সঙ্গে লোকজন সেখান থেকে তাকে উদ্ধার করে সাপাহার হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রেজওয়ানকে দেখে মৃত ঘোষণা করেন। শিক্ষার্থী রেজওয়ান রাজধানী ঢাকায় একটি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল বিভাগে লেখাপড়া করছিল। সে এবারে প্রথম ভোটার হয়ে ভোট প্রদানের জন্য বাসায় এসেছিল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ