বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীতে রেলের জমিতে অবৈধ স্থাপনা ও দখলদারদের উচ্ছেদ অভিযান গতকাল থেকে শুরু করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। নগরীর রাজপাড়া থানার চারখুটা মোড় থেকে রেললাইনের দুই ধারে অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। এরপর পর্যায়ক্রমে নগরীর রেলগেট পর্যন্ত এ অভিযান চালানোর কথা রয়েছে। এদিকে সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু পর অনেকেই পরিবার নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান নেন। এ সময় কয়েক দফা উচ্ছেদ পরিচালনাকারীদের বাঁধার মুখে পড়তে হয়। নগরীর কোর্ট স্টেশন, বহরমপুর মোড়সহ বিভিন্ন এলাকার শত শত লোকজন বাধা দেওয়ার চেষ্টা করেন। দুপুরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উচ্ছেদ অভিযান চলাকালে বস্তিতে বসবাসকারীরা বাঁধা দেওয়ার চেষ্টা করে। তবে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে। উচ্ছেদ অভিযানে পুলিশ সহায়তা করছে।
এদিকে কোর্ট স্টেশন ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বিভিন্ন অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে দেয়া হয়। পশ্চিমাঞ্চল রেলের ভূ-সম্পত্তি বিভাগের প্রধান আব্দুল মান্নান বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার ওই দুটি এলাকা থেকে অভিযান শুরু করা হয়। দুই দিন এই উচ্ছেদ অভিযান চলার কথা রয়েছে। তবে প্রয়োজনে এই অভিযানের মেয়াদ বৃদ্ধি করা হবে। এর আগে রেলের জমিতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ও দখলমুক্ত করার জন্য সংশ্লিষ্টদের মাইকিং ও বিজ্ঞপ্তি দিয়ে আহবান জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।