রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ধলেরপাড় এলাকা থেকে জায়নাল আবেদীন (৫০) নামের ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জয়নাল আবেদীন সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মো. মুসলিম উদ্দিনের ছেলে।
গতকাল মঙ্গলবার সকালে পুলিশ তার রক্তাক্ত লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ মো. রবি মিয়া (৩৫), মো. সেলিম মিয়া (২৬), মো. সাগর মিয়া (১৮) ও শাহিন শাহ (৪০) নামের ৪ জনকে আটক করেছে।
আটককৃত মো. রবি মিয়া জেলার জগন্নাথপুর উপজেলার অজিতপুর গ্রামের মৃত ইউসুফ মিয়ার ছেলে ও নিহত জয়নাল আবেদীনের দোকান কর্মচারী, সাগর মিয়া সদর উপজেলার ইসলামপুর গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে, মো. সেলিম মিয়া একই ইউনিয়নের ধলেরপাড় গ্রামের মানিক মিয়া ছেলে ও শাহেন শাহ একই গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
পুলিশ ও স্থানীরা জানান, সোমবার দিনগত রাত সাড়ে ৮ টায় জয়নাল আবেদীন তার গ্রামের পাশে নিজ দোকানে যায়। পরে রাতে আর বাড়ি ফিরেনি।
গতকাল ভোরে তার বাড়ির পাশর্^বর্তী গ্রাম ধোলাইপাড় ত্রিমুখী রাস্তার পাশে একটি রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।