Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

জার্মানি যাচ্ছেন আহমদ ইউসুফ আল-আযহারী

যোগ দেবেন কেরাত সম্মেলনে

প্রেস বিজ্ঞপ্তি : | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর সভাপতি শাইখ কারি আহমাদ বিন ইউসুফ আল-আযহারী জার্মানি সফরে যাচ্ছেন। তিনি জার্মানির ডর্টমুন্ড শহরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কেরাত সম্মেলন (কুরআন-ই-কারিম জিয়াফেতি)-২০১৯’ এর প্রধান অতিথি হিসেবে অংশ নিতে যাচ্ছেন। আগামী শনিবার সকালে সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। ইউরোপের অন্যতম বড় ইসলামিক অর্গানাইজেশন ‘আইজিএমজি’ এই সম্মেলনটি আয়োজন করেছে।
অর্গানাইজেশনটির সভাপতি আব্দল্লাহ কোদমান এক বিবৃতির মাধ্যমে অতিথিদের নাম জানিয়েছেন। বাংলাদেশ ছাড়াও এতে বিভিন্ন দেশের কারি, স্কলার ও রাষ্ট্রদূতরা অংশগ্রহণ করবেন। আগামী রোববার সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিন দিনের এই সফরে শাইখ কারি আহমাদ বিন ইউসুফ আল আযহারী একটি হিফজুল কুরআন প্রতিযোগিতার বিচারক ও বিভিন্ন স্কুল, কলেজ পরিদর্শন করবেন। যেখানে তিনি কুরআন চর্চার গুরুত্বারোপ ও মানোন্নয়নের ব্যাপারে মত বিনিময়ও করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ