বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর উত্তরায় উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার বর্গফুট এলাকা দখলমুক্ত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গতকাল সোমবার বেলা সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের শায়েস্তা খাঁ এভিনিউতে কসাইবাড়ি থেকে ¯øুইচগেট পর্যন্ত ডিএনসিসির ড্রেনের উপর এবং ডেনের দুইপাশের অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে এ জায়গা দখল মুক্ত করা হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ আভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অবৈধভাবে নির্মিত ১৫০টি কাঁচা ও সেমিপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। এই অঞ্চলে পানিবদ্ধতা দূরীকরণের অংশ হিসাবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উলেখ্য পানিবদ্ধতা নিরসনের লক্ষ্যে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম এ এলাকা গত ১২ মার্চ পরিদর্শন করেন এবং এ সকল অবৈধ স্থাপনা ২ দিনের মধ্যে সরিয়ে ফেলার সময় দিয়েছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।