Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবীণ স্থিরচিত্রগ্রাহক ফিরোজ এম হাসান আর নেই

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

বাংলাদেশের স্বনামধন্য ফটো সাংবাদিক বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের গোড়া পত্তনকারী এবং প্রথম চলচ্চিত্র মুখ ও মুখোশের স্থির চিত্রগ্রাহক, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর সদস্য, বাংলাদেশ সিনে স্টিল ফটোগ্রাফার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক এবং নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সদস্য ফিরোজ এম হাসান (ফিরোজ মামা) আর নেই (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। গত রোববারসন্ধ্যা ৭ টায় উত্তরাস্থ বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩বছর। সন্ধ্যায় নিজ বিল্ডিংয়ের ২য় তলায় ছোট বোনের বাসায় নাস্তা করে সেখান থেকে নিজের ফ্ল্যাট ৬তলায় চলে যান এবং সেখানে পরিবারের সকলের সাথে কথা বলে নিজ রুমে চলে যান। অল্প কিছক্ষণ পর পর রুম থেকে তিনি বেরিয়ে আসেন এবং সাথে সাথে মেঝেতে ঢলে পড়ে যান। সাথে সাথে তাকে পার্শ্ববর্তী ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে একটি ইতিহাসের মৃত্যু হলো। উল্লেখ্য, তিনি টাঙ্গাঈল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ৩ ছেলের পিতা। ২ ছেলে কানাডায় বসবাস করেন। তার স্ত্রী একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। আজকের ববিতা, সুচন্দা, চ¤পা, রোজিনা, ফারুক, ইলিয়াস কাঞ্চনসহ চলচ্চিত্রের প্রায় প্রত্যেক শিল্পী ফিরোজ এম হাসানের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক মহল, চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। ফিরোজ এম হাসানের মৃত্যুতে নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন শোক প্রকাশ করে বলেছেন, তাঁর মৃত্যু আমাদের স্তব্ধ করে দিয়েছে। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরী হবে, যে জীবন্ত ইতিহাসের মৃত্যু হলো তা কখনোই পুরণ হবার মতো নয়। আজকের আমি ইলিয়াস কাঞ্চন এর পেছনে তাঁরও অনেক অবদান রয়েছে। ইলিয়াস কাঞ্চন তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। নিসচার যুগ্ম মহাসচিব ও বাচসাসের সাবেক সিনিয়র সহ-সভাপতি লিটন এরশাদ ফিরোজ এম হাসানের আত্মার মাগফেরাত কামনা করেন ও মরহুমার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, আমার সাংবাদিকতার শুরু থেকে আমি তাঁর অনেক সহযোগিতা পেয়েছি। এই মানুষটির মৃত্যুতে আমরা শোকাহত, আমরা ব্যাথিত। সকলের নিকট তাঁর জন্য দোয়া প্রার্থনা করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ