Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার জনি ডেপ নির্যাতনের অভিযোগ করলেন অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

অভিনেতা জনি ডেপ এবার তার সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে গার্হস্থ্য নির্যাতনের অভিযোগ করেছেন।
ডেপ তার বিরুদ্ধে হার্ডের গার্হস্থ্য সহিংসতার অভিযোগ অস্বীকার করে বলেছেন, পক্ষান্তরে সেই (হার্ড) তার ওপর নির্যাতন চালিয়েছে। এই মাসের শুরুতে ডেপ হার্ডের বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের মানহানি মামলা করেছে। ডেপ জানান হার্ডই গার্হস্থ্য নির্যাতনের মূল দোষী, তিনি তার জানান কয়েকবারই তিনি হার্ড দ্বারা আক্রান্ত হয়েছেন এবং একবার তার দিকে একটি ভদকার বোতল ছুড়ে মারলে তার ডানহাতের মধ্যমা বিচ্ছিন্ন হয়ে যায় তার হাড় ভেঙে যায়। এ জন্য শল্য চিকিৎসকের শরণাপন্ন হতে হয়।
ডেপ অভিযোগ করেন একবার ঘুমন্ত অবস্থায় হার্ড তাকে ঘুষি মারেন এছাড়া কয়েকবার লাথি মারেন এবং আক্রমণে উদ্যত হন।
তার বিরুদ্ধে আনা হার্ডের অভিযোগগুলোকে ডেপের করা মামলায় ‘ভাঁওতা’ বলে উল্লেখ করেন।
মামলার বিবরণে উল্লেখ করা হয় : “মি. ডেপের নিরাপত্তা দল তার কয়েকফুটের মধ্যে আছে না জেনে মিজ হার্ড চিৎকার করতে থাকেন, ‘আমাকে মেরো না’।”
২০১১তে ‘দ্য রাম ডায়েরি’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় ডেপ (৫৫), এবং হার্ডের (৩২) অন্তরঙ্গতা হয়। ২০১৫’র ফেব্রুয়ারিতে তারা বিয়ে করেন এবং ২০১৬’র মেতে তাদের বিবাহবিচ্ছেদ হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ